বিএনপির ফের ৪৮ ঘণ্টার অবরোধ
২ নভেম্বর ২০২৩, ৭:৩৪:৪৩

দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এর ধারাবাহিকতায় আগামী রবি ও সোমবার দুই দিন অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান। সেই সঙ্গে আগামীকাল শুক্রবার সারা দেশে দোয়া মাহফিলেরও ঘোষণা দেন তিনি।
চলমান আন্দোলনে বিএনপির নিহত নেতাকর্মীদের জন্য এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে গত ৩১ অক্টোবর থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
© দৈনিক আলোর প্রতিদিন ২০২৫ - Developed by RL IT BD
পাঠকের মন্তব্য: