ফুলবাড়ীতে মোটরসাইকেলে অভিনব পদ্ধতিতে ইয়াবা পাচারকালে দুই মাদক কারবারি আটক

আব্দুর রাজ্জাক রাজ , (ফুলবাড়ী),কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে মোটরসাইকেলে বিশেষ কায়দায় ইয়াবা পাচারকালে ২০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
পুলিশ জানায়,মোটরসাইকেলে বিশেষ কায়দায় ইয়াবা পাচারহচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ নভেম্বর)বিকেল চারটায় ফুলবাড়ী সদর ইউনিয়নের ব্রাক মোড় সংলগ্ন ব্রিজের উপর একটি গ্ল্যামার মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সের ভিতরে বিশেষ কায়দায় রাখা ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের আলিম মিয়ার ছেলে লিমন মিয়া (২৬)ও ফুলবাড়ী ইউনিয়নের চান্দের বাজার এলাকার ইউনুস আলীর ছেলে মতিউর রহমান(২৩)।
ফুলবাড়ী থানার ওসি তদন্ত নাজমুস সাকিব জানান, গ্রেফতারকৃত ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected],

পাঠকের মন্তব্য: