ফুলবাড়ীতে ওয়ালটনের কার্ডধারীদের স্বাস্থ্য সেবায় মূল্যছাড়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর
আব্দুর রাজ্জাক রাজ , ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি:
কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। প্রতিষ্ঠানটির কিস্তি ক্রেতা সুরক্ষানীতির আওতায় গ্রাহক বা তার পরিবারের সদস্যের মৃত্যুতে আর্থিক সহায়তাসহ নানান সুবিধা প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্রেতা সুরক্ষা নীতির আওতায় কার্ডধারীদের জন্য স্বাস্থ্য সেবায় মূল্যছাড়ের লক্ষ্যে সোমবার
(২০ নভেম্বর) বিকেল তিনটায় জনতা প্যাথলজি ও এক্সরে ক্লিনিক সাথে ওয়ালটন প্লাজা ফুলবাড়ীর চুক্তি স্বাক্ষরিত হয়। জনতা প্যাথলজি ও এক্সরে ক্লিনিকের পক্ষে স্বাক্ষর করেন জনতা প্যাথজি এক্সরে ক্লিনিকের পরিচালক ডাক্তার মোহাম্মদ শাহাদত হোসেন ওয়ালটন প্লাজা ফুলবাড়ীর পক্ষে স্বাক্ষর করেন ওয়ালটন প্লাজা ফুলবাড়ীর ম্যানেজার মোস্তাফিজুর খন্দকার। এ সময় সেলস অফিসার বিশ্বজিৎ ও প্লাবন উপস্থিত ছিলেন।
সেবা গ্রহণের ক্ষেত্রে ১০% থেকে ৪০% ডিসকাউন্ট সুবিধা পাবে কিস্তিতে কেনা ওয়ালটন পণ্যের গ্রাহকরা।
যুগ উপযোগী এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়ালটন গ্রাহক ও স্থানীয় সুধী সমাজ।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
পাঠকের মন্তব্য: