রাঙ্গাবালী উপজেলায় ঈগল মার্কার পথ সভা

২২ ডিসেম্বর ২০২৩, ৯:২২:৫৫

ঈগল মার্কার পথ সভা

নিজস্ব প্রতিনিধি

রাঙ্গাবালী পটুয়াখালী৷

‘আমরা নৌকার বিরুদ্ধে নামি নাই। নৌকা আমাদের প্রাণ, নৌকা আমাদের জান। এই নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। এই নৌকা রাঙ্গাবালীকে থানা থেকে উপজেলায় রূপান্তিত করেছে। এই নৌকা কুয়াকাটা পর্যটন কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, পায়রাতাপ বিদ্যুৎ কেন্দ্র দিয়েছে সুতরাং নৌকা আমরা ভুলি নাই। যখন দেখলাম এই নৌকার মধ্যে
একটা দৈত্য বসে আছে এই দৈত্য না নামানো পর্যন্ত মানুষের শান্তি নাই বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও তিন বারের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। শুক্রবার বিকেলেরাঙ্গাবালী উপজেলায় ঈগল মার্কার পথ সভা রাঙ্গাবালী উপজেলায় ঈগলের নির্বাচনী অফিসের সামনে আয়োজিত পথ সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে প্রায় ৫ হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কলাপাড়া-রাঙ্গাবালীর উন্নয়ন চিত্র নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেছেন-গত ৫ বছরের প্রতিবছরেই বাজেট অধিবেশন হয়েছে। এতে হাজার হাজার কোটি টাকা সংসদে পাশ হয়েছে। আমার নির্বাচনী এলাকা পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বাজেটের টাকা কোথায়? সুতরাং আজকে আমরা নৌকার পক্ষে আছি। জননেত্রী শেখ
হাসিনার পক্ষে আছি। তবে এই নৌকা থেকে দৈত্য নামিয়ে সোনা-রূপার পানি দিয়ে নৌকা ধুয়ে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব।সবশেষে এই আসনে বিভিন্ন উন্নয়ন করা হবে বলে প্রতীরেখা তুলে
ধরেছেন তিনি।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম রাকিবুল হাসান, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান একে সামসুদ্দিন (আবু মিয়া) ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লিটুসহ কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলার
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

পাঠকের মন্তব্য: