সোমবার ১৩ অক্টোবর, ২০২৫

দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: নৌবাহিনী ও আনসার-ভিডিপির নজরদারিতে মণ্ডপগুলো

১ অক্টোবর, ২০২৫ ৪:৩০:১২

মোঃ সুজন মাহমুদ, রাঙ্গাবালী (পটুয়াখালী):

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার ও ভিডিপি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় বানৌজা শের-ই-বাংলা-এর অধিনায়ক কমডোর এম আশরাফুজ্জামান মঙ্গল ও বুধবার পর্যায়ক্রমে পটুয়াখালীর রাঙ্গাবালীর বাহেরচর সদর সার্বজনীন কালীবাড়ি মন্দির, কোড়ালিয়া বাজার সার্বজনীন পূজামণ্ডপ এবং পূর্ব বাহেরচর দাসবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজা আয়োজক কমিটি, প্রধান পুরোহিত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি মাঠপর্যায়ের প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত বাহিনীর সঙ্গে মতবিনিময় করে যৌথ নিরাপত্তা আরও জোরদারের নির্দেশনা প্রদান করেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুধু নৌবাহিনী নয়, বরগুনা, ভোলা, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাটসহ উপকূলীয় জেলাগুলোতে আনসার ও ভিডিপি সদস্যরাও অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ডিউটি পালন করছে। মণ্ডপগুলোতে নারী ও শিশুদের নিরাপত্তায় তাদের উপস্থিতি ভক্তদের আস্থা ও স্বস্তি জুগিয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারির পাশাপাশি বিশেষ অভিযানিক টিম প্রস্তুত রাখা হয়েছে। সার্বক্ষণিক টহলের পাশাপাশি স্থাপন করা হয়েছে কো-অর্ডিনেশন ও মনিটরিং সেল।

নৌবাহিনী বলেছে, শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তারা সর্বদা প্রস্তুত। পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের নিষ্ঠাবান দায়িত্বপালন পূজার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

Selected poll is not defined.

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD