হোমনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
হারুন অর রশিদ,হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় নানান আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে গতকাল শনিবার বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ এর সংসদ সদস্য সেলিমা আহমাদ। এতে উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মণের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন, উপজেলা সমবায় অফিসার মো. সাজ্জাদ হোসেন খান প্রমুখ।
পরে এমপি সেলিমা আহমাদ নিজস্ব অর্থায়নে দুটি সমবায় সমিতির মাঝে দুটি সেলাই মেশিন প্রদান করেন।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না