কাহালুতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন মহলের আন্তর্জাতিক মাতৃভাষা দিসব পালিত

হারুনুর রশিদ কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কাহালু উপজেলা চত্তরে স্মৃতিসৌধ শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক, সংগঠন ও বিভিন্ন মহল।
পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার মাছুদুর রহমান ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রশিদ লালু সহ উপজেলা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দু, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় পার্টি, বি.এন.পি অঙ্গ সংগঠন, পৌরসভা, কাহালু সরকারি কলেজ, থিয়েটার, উপজেলা দলিল লেখক সমিতি, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস, কাহালু প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগ, যুব শ্রমিকলীগ, মোটর শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ক্লাব, সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন।