ডিমলায় গাঁজা সেবনের দায়ে আটক-২

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় স্কুল মাঠে দিবালোকে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ২জন আটক করেছেন ডিমলা থানা পুলিশ।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে ডালিয়া চাপানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রকাশ্যে গাজা সেবন করায় গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লাইছুর রহমানের নেতৃত্বে হাতেনাতে ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করেন।
আটককৃতরা হলেন ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছ চাপানী গ্রামের আতিয়ার রহমানের পুত্র রানা ইসলাম (২০) ও রবিন্দ্র নাথ রায়ের পুত্র রবিলাশ রায় (২০)।
এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান সংবাদকর্মীকে বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ডিমলা থানায় একটি মামলা করা হয়। যার মামলা নং- ২৪/২২১। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে আটককৃতদের নীলফামারী আদালতের প্রেরণ করা হয়।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected],