ফুলবাড়ীতে ২ জন মাদক ব্যবসায়ী আটক
আব্দুর রাজ্জাক রাজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে:
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ জনাব প্রাণ কৃঞ্চ বলেন, এ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ নাজমুস সাকিব সজীব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৭/০৯/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল অনুমান-১৬.৩০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের মধ্য পানিমাছকুটি মৌজাস্থ জনৈক মোঃ আশরাফুল ইসলাম(৪০), পিতা-মোঃ সাহেব আলী, গ্রাম মধ্য পানিমাছকুটি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম এর বসত বাড়ীর ১০ গজ পূর্বে নাগেশ্বরী হতে ফুলবাড়ী গামী পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ আলমগীর হোসেন(২৪), পিতা-মোঃ হোসেন আলী, মাতা-মোছাঃ আম্বিয়া খাতুন, ২। মোঃ আইয়ুব আলী(২৩), পিতা-মোঃ শাহ আলী, মাতা-মোছাঃ রহিমা বেগম, উভয় সাং-যতিন্দ্রনারায়ন, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামদ্বয়ের চালিত অটো ইজিবাইক এর পিছনের যাত্রী বসার সীটের নীচে একটি বাজার করা সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ৪৯ (উনপঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ইস্কাফ ও ০১টি ইজিবাইকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে হয় তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না