ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
তন্ময় শাহ্ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাখার আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৬ টায় গড়েয়া ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ১৩নং গড়েয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফ আহম্মেদ শাহ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যরাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গড়েয়া ডিগ্রি কলেজের সভাপতি অ্যাডঃ আ স ম গোলাম ফারুক রুবেল, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান (দুলাল), সাধারণ সম্পাদক ও গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু।
অনুষ্ঠানের গেষ্ট অব অনার, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো , ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সুনাম।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি জনাব আব্দুল ওয়াফু তপু, প্রধান বক্তা ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি জনাব মোঃ মাহাবুব হোসেন রনি,
আমন্ত্রিত অতিথি বেলাল হোসেন স্বপন যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, ঠাকুরগাঁও। দায়িত্বপ্রাপ্ত ১৩নং গড়েয়া ও ১৭নং জগন্নাথপুর ইউনিয়ন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধনে ছিলেন ১৩নং গড়েয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
যুগ্ম আহবায়ক রন্টু সাহা।
আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত সন্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শরিফ আহম্মেদ শাহ সভাপতি নির্বাচিত হন এবং তোফায়েল আলম রিকি ভোটে জয়যুক্ত হয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না