নৌবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেল শত শত মানুষ৷

৯ আগস্ট ২০২৫, ১০:০৩:৩৮

মোঃ সুজন মাহমুদ
নিজস্ব প্রতিনিধি৷

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের প্রত্যন্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত আয়োজন করে আসছে মেডিকেল ক্যাম্প। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত এক ক্যাম্পে প্রায় সাত শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেছেন।

ক্যাম্পে সাধারণ রোগীর পাশাপাশি জটিল রোগে আক্রান্তদেরও চিকিৎসা দেওয়া হয়। বিশেষভাবে অন্তঃসত্ত্বা নারী ও প্রবীণদের জন্য ছিল আলাদা সেবা ব্যবস্থা। রোগীদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো হয়।

স্থানীয়দের ভাষ্য, এতো দূরের অঞ্চলে উন্নতমানের চিকিৎসা একসময় কল্পনাতীত ছিল। নৌবাহিনীর এই উদ্যোগ তাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় তারা দীর্ঘদিন ধরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এ উদ্যোগে যুক্ত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। তাদের মতে, নৌবাহিনীর এই মানবিক ভূমিকা দেশের অন্যান্য বাহিনী ও সংস্থার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না