সুজন মাহমুদ

নিজস্ব প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীর মৌডুবি ও বড়বাইশদিয়া ইউনিয়নে দোয়া মাহফিল৷

১৮ আগস্ট ২০২৩, ২:২০:৪৪

নিজস্ব প্রতিনিধি 

রাঙ্গাবালী, পটুয়াখালী৷

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীর মৌডুবি ও বড়বাইশদিয়া ইউনিয়নে দোয়া মাহফিল ও হাজারো মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মৌডুবি ও বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দোয়া মিলাদ ও খাবার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে এ দেশ হবে সফল স্মার্ট বাংলাদেশ । শেখ হাসিনা আমাদের শেষ ঠিকানা। বঙ্গবন্ধু কন্যা না থাকলে দেশের বুকে লাল সবুজের পতাকা থাকবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। তিনি আরো বলেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত চক্রের ষড়যন্ত্রকে রুখে দিতে সঙ্ঘবদ্ধ আওয়ামীলীগের বিকল্প নেই । এখন তাদের সঙ্গে রাজনীতি করতে হলে শক্ত হাতে রাজনীতি করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।

 

মৌডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহামুদ হাসান রাসেল এর সভাপতিত্বে ও বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন এর

সঞ্চালনায়,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামিম আল সাইফুল সোহাগ,

বড় বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন সান্টু, ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশন মৃধা সহ অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

পাঠকের মন্তব্য: