মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

সুজন মাহমুদ

নিজস্ব প্রতিনিধি

বড়বাইশদিয়া যেখানে রাস্তা নয়, মৃত্যু ফাঁদের পথচলা৷

১১ আগস্ট, ২০২৫ ৭:৫৫:০৪

নিজস্ব প্রতিনিধি

রাঙ্গাবালী,পটুয়াখালী৷

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের অধিকাংশ রাস্তা এখনও কাঁচা থাকায় এলাকার মানুষ নানা রকম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। স্বাধীনতার ৫৪ বছর পরেও এখানকার গ্রামীন মানুষের প্রধান চলাচলের মাধ্যম হিসেবে ব্যবহৃত রাস্তা গুলো উন্নয়ন থেকে বঞ্চিত, যা বর্ষাকালে কাদা আর জলমগ্ন হয়ে ওঠে এবং শুষ্ক মৌসুমে ধূলাময় হয়ে যায়।

স্থানীয়রা জানাচ্ছেন, সকালবেলায় ঘর থেকে বের হয়ে কাদামাখা রাস্তা পেরিয়ে যাতায়াত করতে হয়, আর সন্ধ্যায় কাঁদা ও বালি জমে যাওয়ায় জুতা হাতে নিয়ে ফিরতে হয়। অনেক সময় সারাদিন জুতা পরেই থাকতে হয়, যা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মো. সুজন মাহমুদ ও অদুত হাওলাদার বলেন, “আমাদের ইউনিয়নের রাস্তা দেখে মনে হয় যেন আমরা দেশের উন্নয়ন থেকে বাদ পড়ে গেছি। বারবার দাবি জানানো হলেও এখনো কোনো বাস্তব উন্নয়ন হয়নি।”

রাস্তা অবস্থা খারাপ থাকায় কেবল গ্রামবাসীর চলাচলেই সমস্যা হচ্ছে না, কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহণেও ব্যাপক বাধা তৈরি হচ্ছে। ফলস্বরূপ তারা স্বল্পমূল্যে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াতে ঝুঁকির মুখে পড়ছেন এবং অসুস্থ রোগীরা হাসপাতালে যেতে পারছেন না।

অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক নেতারা উন্নয়নের কথা বলেন, কিন্তু বাস্তবে তা এখনও দেখা যায়নি। গত ১৬ বছর ধরে এখানে কোনো সরকারি উন্নয়ন প্রকল্প কার্যকর হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। বর্ষাকালে রাস্তা গুলো খালে পরিণত হওয়ায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের অসুবিধা তৈরি হয়।

গ্রামবাসী দ্রুত কাঁচা রাস্তা পাকা করার দাবি জানিয়ে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন যেন মানুষের মৌলিক চলাচলের অধিকার রক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়া হয়। তাদের মতে, উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়া এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

এ বিষয়ে বড়বাইশদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, “রাস্তাগুলোর জন্য আইডি নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা প্রকৌশলী দপ্তরে জমা দেওয়া হয়েছে। এখন প্রকৌশলী কত দ্রুত কাজ শুরু করবেন, সেটাই দেখার বিষয়।”

উপজেলা এলজিডি প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, “কিছু রাস্তার জন্য প্রয়োজনীয় নথিপত্র পাওয়া গেছে, তবে এখনও কোনো অনুমোদন বা টেন্ডার প্রক্রিয়া শুরু হয়নি।”

সরকারি পর্যায় থেকে যদি দ্রুত কাজ শুরু হয়, তাহলে বড়বাইশদিয়া ইউনিয়নের মানুষের জীবনমান উন্নত হবে এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে পুরো এলাকা।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

Selected poll is not defined.

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD