হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন, ২১ আনসার সদস্য আহত
১৮ অক্টোবর ২০২৫, ৯:১০:২০
ঢাকা, ১৮ অক্টোবর: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী ও সেনাবাহিনী কাজ করছে। উদ্ধার ও সহায়তায় অংশ নিয়েছে বিজিবির দুই প্লাটুন সদস্য।
ঘটনাস্থলে আনসার ও ভিডিপির প্রায় এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। আগুন নেভানোর সময় ২১ জন আনসার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে ঢাকা সেনা মেডিকেল কলেজ (সিএমএইচ) এবং বাকি বারজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেবিচক জানিয়েছে, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আহত আনসার সদস্যদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
© দৈনিক আলোর প্রতিদিন ২০২৫ - Developed by RL IT BD














পাঠকের মন্তব্য: