শুক্রবার ৩ মে, ২০২৪

নীলফামারীতে গরিব মেধাবী ছাত্রের ভর্তির অর্থ দিলেন পুলিশ সুপার

২৯ আগস্ট, ২০২৩ ৫:৪২:৪৮

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি॥নীলফামারী শহরের সওদাগড় পাড়ার অসহায় মেধাবী ছাত্র মো. রাফসান আহমেদ সোয়াদ অর্থাভাবে ভর্তি হতে পারছিল না নটর ডেম কলেজে।তাকে কলেজে ভর্তির অর্থ প্রদান করছেন নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম।
সোমবার(২৮ আগষ্ট) বিকালে রাফসানকে ডেকে নেন তাঁর কার্যালয়ে।এসময় ভর্তির জন্য নগদ অর্থ প্রদানসহ তার পরবর্তী লেখাপড়া চালানোর সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের বিশেষ শাখার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, দৈনিক কালেরকণ্ঠের নীলফামারী জেলা প্রতিনিধি সাংবাদিক ভুবন রায়ন নিখিল, রাফসানের বাবা মমিনুর ইসলাম।

অপরদিকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এসেছেন রাফসানের সহযোগিতায়।ওই বিদ্যালয়ের শিক্ষক ইমরান আলী জানান, রাফসানের ভর্তির জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন সকল শিক্ষক।তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষও।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ (গোল্ডেন) অর্জন করে মো. রাফসান আহমেদ সোয়াদ (রোল নম্বর ২২০৪৯৮, রেজিস্ট্রেশন নম্বর ২০১৭৬৭৭৫৪৭)। এরপর এইচএসসিতে ভর্তির সুযোগ পায় নটর ডেম কলেজে। ২৯ আগস্ট তার ভর্তির শেষ দিন হলেও ভর্তির টাকা যোগার করতে পারছিলেন না সামান্য আয়ের দোকান কর্মচারী বাবা মো. মোমিনুর ইসলাম ও গৃহিনী মা কুমকুম ইয়াসমিন।সহযোগিতা পেয়ে খুশি রাফসান আহমেদ সোয়াদ। অনুভুতিতে সে বলেন, দেশের হৃদয়বান মানুষেরাই আমাদের একমাত্র ভরসা। আজকে পুলিশ সুপার স্যার এবং আমার বিদ্যালয়ের স্যারদের মহানুভবতায় আমি কাঙ্খিত কলেজে ভর্তি হতে পারছি। আমার লক্ষ অর্জনে সকলের কাছে দোয়া চাই।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

Selected poll is not defined.

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected],

Developed by RL IT BD