প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

২১ ডিসেম্বর ২০২৫, ৬:২৩:৪৬

অবশেষে ট্রফিটা সঙ্গী পেল। সেই ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিলেন পাকিস্তানের যুবারা। সেবার ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

এরপর এক যুগ কেটে গেছে, কিন্তু যুবাদের মহাদেশীয় টুর্নামেন্টের ট্রফিতে চুমু এঁকে দেওয়া আর হয় না পাকিস্তানের ক্রিকেটারদের।

সুযোগ অবশ্য ছিল তাদের সামনে। ২০১৩-১৪ ফাইনালে ভারতের কাছে হারার ২০১৭ সালে পরাজিত হয় আফগানিস্তানের কাছে।এবার আর খালি হাতে ফেরেনি পাকিস্তান। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৯১ রানের বিশাল পরাজয়ের স্বাদ দিয়েছে তারা।

আজকের জয়ে এবারের গ্রুপ পর্বের সঙ্গে ভারতের কাছে অতীতের ফাইনাল হারের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। বিপরীতে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতকে। সর্বোচ্চ ৮ বারের চ্যাম্পিয়নরা সর্বশেষবার বাংলাদেশের কাছে হেরেছিল।

দ্বিতীয় শিরোপা জয়ের পথে দুবাইয়ে আইসিসির ক্রিকেট একাডেমি মাঠে রানের পাহাড় গড়ে পাকিস্তান।

রেকর্ড ৩৪৮ রান লক্ষ্য দেয় তারা। ফাইনালের ইতিহাসে এত রান কোনো দলই কখনো নিজেদের স্কোরবোর্ডে জমা করতে পারেনি।
স্বাভাবিকভাবেই সেই রান তাড়া করাটা ভারতের জন্য কঠিনই। ফাইনাল শেষেও তারই প্রমাণ মিলেছে। তবে শুরুটা দুর্দান্ত করেছিলেন বৈভব সূর্যবংশী।

প্রথম ওভারে ২ ছক্কা ও ১ চারে ২১ রান নিয়ে। সেই শুরুটা অবশ্য দীর্ঘ হয়নি। তৃতীয় ওভার থেকেই ম্যাচের দৃশ্যপট যায় পাল্টে।
অধিনায়ক আয়ুশ মাহত্রে (২) আউট হতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৬৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে। সেই মিছিলে আছেন একবার জীবন পাওয়া ওপেনার সূর্যবংশীও (২৬)। সেখান থেকে ভারতকে শেষ পর্যন্ত ১৫৬ রানের সংগ্রহটা এনে দিয়েছেন দীপেশ দীপেন্দ্রন। দশে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেছেন এই পেসার।

আলি রাজার বলে শেষ ব্যাটার হিসেবে দীপেন্দ্রন আহমেদ হুসেইনের হাতে ক্যাচ হতেই বাধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠেন পাকিস্তানের ক্রিকেটাররা। পতাকা হাতে অনেকক্ষণ ধরেই একাদশের বাইরের খেলোয়াড়রা অপেক্ষায় ছিলেন। পরে ফাইনাল দেখতে আসা দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন ক্রিকেটাররা। বিপরীতে হতাশার ছাপ ফুটে ওঠে ভারতীয় ক্রিকেটারদের মুখে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আলি রাজা।

পাকিস্তান জয়ের কাজটা যেন নিজেদের ইনিংস শেষেই করে রেখেছিল। নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেটে ৩৪৭ রানের পাহাড় গড়ে। বিশাল সংগ্রহের কারিগর হচ্ছেন ওপেনার সমীর মিনহাস। ইনিংস উদ্বোধন করতে নেমে ১৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ১৫২.২১ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৯ ছক্কা ও ১৭ চারে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেছেন আহমেদ হুসেইন। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন দীপেন্দ্রন।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

পাঠকের মন্তব্য: